রকি
রকির চাহনিতে আজ কেমন এক উদাসীনতার ছাপ লক্ষ্য করছি । সে বেশ কয়েকবার বাথরুমের খোলা দরজার দিকে এগিয়ে যাচ্ছে, এবং কিছু যেন খুঁজে চলেছে । পর মুহূর্তেই তার দৃষ্টি চলে যাচ্ছে আমার দিকে। সে কখনো বিছানায় উঠে বসছে এবং তার কিছুক্ষন পরেই দেয়ালের পাশে রাখা স্টাডি টেবিল এর তলায় মুখ লুকিয়ে ফেলছে। এরূপ চঞ্চল খুব কম দেখেছি রকি কে। ও কি ভয় পেয়েছে তবে? অবশ্য, ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমি, আমার ল্যাব্রাডর রকিকে নিয়ে দুদিন আগেই বেড়াতে এসেছি সমুদ্রের ধারে এই ছোট্ট শহরটিতে । অবশ্য জায়গাটিকে শহর বললে ভুল বলা হয়,আবার ঠিক গ্রাম ও বলা যায়না । এখনো নিরিবিলি থাকা কিছু জায়গার মধ্যে এটি অন্যতম । তবে গত তিন চার বছরে যে হারে দোকানপাটের সংখ্যা বেড়েছে, এখানকার প্রকৃতিও ঠিক ততটাই অসহায় বোধ করেছে হয়তো। আমি পাহাড় এ যেতেই বেশি পছন্দ করি বরাবর। কিন্তু রকি কে নিয়ে কোথাও সেরকম যাওয়া হয়ে ওঠেনা। খোলা আকাশের নিচে বিচ এর ধার ঘেঁষে ছুটোছুটি করতে ভারী মজা পায় রকি । এই পেট -ফ্রেন্ডলি হোটেল টাও বেশ পেয়ে গেলাম। তবে চেঞ্জ এর জন্য আমাদের এই ভ্রমণ হঠাৎ বাধার সম্মুখীন হলো। হোটেলে গতকাল রাতে হয়ে গেছে এক নৃশংস খুন। সকাল থেকেই লেগ