বছরের শেষ গল্প
গত বছরের বর্ষবরণের রাতটা যেন ছবির মত পরিষ্কার দেখতে পান অমলবাবু | রাত ৯ টা নাগাদ পাড়ার চায়ের দোকানে এক গ্লাস গরম আদা চা নিয়ে পরের গল্পের প্লটটা ভাবতে চেষ্টা করছিলেন তিনি | এখন দোকানে তিনিই একমাত্র খদ্দের | আশপাশের কিছু দোকানপাট ইতিমধ্যেই ঝাঁপ ফেলা শুরু করেছে | আজ রাস্তা ঘাটে সন্ধে নামতেই লোক সংখ্যা কমেছে অনেকটাই | এইরকম কনকনে ঠান্ডা রাতে কেই বা বাইরে থাকতে চায়! অবশ্য এর ব্যতিক্রম পাশের গলিতেই কিছুক্ষন ধরে তার কানে আসছিল বটে | কিছু ছেলে ছোকরা মিলে মাইকে ' সাত সমুন্দর পার মে তেরে পিছে ' চালিয়ে উন্মত্ত নৃত্য করে নতুন বছরকে আগমন জানাচ্ছে | জ্যাকেটের চেনটা গলা অব্দি টেনে , গ্লাসে শেষ চুমুকটা দিতে যাবেন , ঠিক এমন সময় লোকটাকে দেখতে পেলেন অমলবাবু | কমলা হ্যালোজেনের আলো ক্ষীণ করে দেয়া ধোঁয়াশা চিরে কখন যে নিঃশব্দে সামনের বেঞ্চে এসে বসেছে লোকটা তা বিন্দুমাত্র টের পাননি অমলবাবু | প্রথম দেখে অমলবাবুর যেন মনে হয়েছিল লোকটা 1 কে তিনি আগেও এখানেই দেখেছেন | কিন্তু পরমুহূর্তেই বুঝলেন সেটা তারই মনের ভুল | ...